ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভৈরবে মহান বিজয় দিবস উদযাপন

হাওরাঞ্চল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, ডিসেম্বর ১৬, ২০১৩
ভৈরবে মহান বিজয় দিবস উদযাপন

কিশোরগঞ্জ: জেলার ভৈরব উপজেলায় মহান বিজয় দিবস উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।



রোববার রাত ১২টা ১ মিনিটে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক দুর্জয় ভৈরবে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু করে উপজেলা প্রশাসন।

সোমবার সাড়ে ৮টায় ভৈরব স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম আহামদ। প্রধান অতিথি ছিলেন ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ড.মোস্তাক আহমাদ বুলবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরাফত উল্লাহ, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাইদুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক, আবুল মুনচুর প্রমুখ।

সকালে ভৈরব স্টেডিয়ামে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেখানে প্রথমে কুচকাওয়াজে অংশ নেয় জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ, রফিকুল ইসলাম মহিলা কলেজ, রেলওয়ে উচ্চ বিদ্যালয়সহ উপজেলার ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

পরে দুপুর ১১টায় ভৈরব উপজেলার সব মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

এসময় মুক্তিযোদ্ধাদের স্মরণে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রধান অতিথি ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. মোস্তাক আহমাদ বুলবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম আহামদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।