ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
গোপালগঞ্জে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ও ফাঁসির রায় কার্যকর করার দাবি নিয়ে  গোপালগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার দিবসের সূচনালগ্ন রাত ১২টা ০১ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।



এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. খায়রুল আলম খান, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু, সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, যুগ্ম-সম্পাদক মাহাবুব আলী খান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন সরদার নিজ নিজ প্রতিষ্ঠানে পুষ্পমাল্য অর্পণ করেন।  

এছাড়া ভোর ৬টা ০১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর জেলা শহরের শেখ কামাল স্টেডিয়ামের পাশে নির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোপালগঞ্জ পৌরসভা, জেলা আওয়ামী লীগ, জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা কৃষকলীগ, জাতীয় পার্টি, বিএনপি, জেলা উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এরপর সকাল ৮টায় গোপালগঞ্জ স্টেডিয়ামে পায়রা উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।