ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দ্বিতীয় বিয়ে করায় নারায়ণগঞ্জে স্বামীর কারাদণ্ড

তানভীর হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে এক বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

একই সঙ্গে আদালত ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডাদেশের আদেশ দেওয়া হয়।



পারিবারিক আইন অধ্যাদেশ ৬(৫) ধারায় আদালত এ সাজা প্রদান করেন।

মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান জিলানী এ রায় ঘোষণা করেন।

রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের ৯নং ওয়ার্ড পূর্বপাড়া গ্রামের আলম হাওলাদারের পুত্র দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০০২ সালের ১০ মার্চ মিজানুর রহমানের সঙ্গে একই এলাকার আবুল হাশেম জমাদারের মেয়ে আকলিমা বেগমের মিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। এরই মধ্যে মিজানুর রহমান ২০০৬ সালের ২৮ এপ্রিল আকলিমার অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন।

ওই বিয়ের পর থেকে আকলিমা বেগম ও তার সন্তানকে ভরণ-পোষণের খরচ বহন বন্ধ করে দেন মিজানুর রহমান।
 
পরে ২০০৭ সালের ২৯ জুন স্বামীর দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে ওই বছরের ২৮ জুলাই আদালতে মামলা করেন আকলিমা বেগম।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।