ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাস চাপায় পথচারী নিহত: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আশুগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া): আশুগঞ্জের খড়িয়ালায় বাস চাপায় ১ পথচারী নিহতের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে।
(৩৫)
বালির বস্তা দিয়ে ব্যারিকেট দিয়ে মহাসড়কের যান চলাচল বন্ধ করেদেয়।

সড়ক অবরোধের কারণে  মহাসড়কের উভয় পাশে আটকা পড়েছে প্রায় ৫ শতাধিক যানবাহন।

আশুগঞ্জে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর আহম্মেদ বাংলানিউজকে জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে একটি দ্রুতগামী আস বাস ঢাকা-সিলেট মহসড়কের বইগর এলাকায় অজ্ঞাত পরিচয় ১ পথচারীকে (৩৫) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনার প্রতিবাদে রাস্তায় বালির বস্তা ফেলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন এলাকাবাসী।

এর ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনে আটকা পড়া হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের মুখে পড়েন।

পরে বিকেল ৪টার দিকে আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করেন। তিনি ওই স্থানে কয়েকটি গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

এ ঘটনায় এখনও মামলা হয়নি। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।