ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঋণের কিস্তি শোধে ব্যর্থতা: বাউফলে গৃহবধূর আত্মহত্যা

বাউফল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাউফল(পটুয়াখালী): এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধে করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন পটুয়াখালীর বাউফল পৌর শহরের ৬ নং ওয়ার্ডের মুরগী ব্যবসায়ী আবদুল খালেক মিয়ার স্ত্রী জোহরা বেগম (৫৫)।

মঙ্গলবার ভোরে বাড়ির পেছনে হিজল গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে জোহরা বেগম আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।



স্থানীয় একাধিক সূত্র জানায়, জোহরা বেগম গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, উদ্দীপণসহ কয়েকটি এনজিও থেকে নেওয়া অর্ধ লক্ষাধিক টাকা ঋণের কিস্তি পরিশোধের ব্যর্থতায় প্রচণ্ড মানসিক চাপে ছিলেন।

এর সঙ্গে জন্ম থেকে পঙ্গু কন্যা নাজমা বেগমের (১৯) খাওয়া-দাওয়া থেকে শুরু করে যাবতীয় পরিচর্যা করা তার জন্য অসম্ভব হয়ে পড়েছিল। এই দ্বিমুখী সমস্যার মুখে তিনি দিশাহারা হয়ে পড়েছিলেন শেষ পর্যন্ত।

বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীল মণি চাকমা বাংলানিউজকে জানান, এ ঘটনায় বাউফল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad