ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে হত্যার দায়ে ৩ সহোদরের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাগেরহাট: বাগেরহাটের মোরেলঞ্জে রজ্জব আলী সিকদার নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তিন সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন।

আদালত দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডেরও আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বাগেরহাটের মোরেলঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে আব্দুল খালেক, মালেক হাওলাদার ও বিপ্লব হাওলাদার।

এ সময় এ মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২১ ফেব্র“য়ারি সকালে পূর্ব শত্র“তার জের ধরে স্থানীয় নারিকেল বাড়িয়া বাজারে রজ্জব আলী সিকদারের ছেলে মোস্তাফিজুর রহমানকে আসামিরা মারপিট করে। এখবর শুনে বাবা রজ্জব আলী সিকদার ঘটনাস্থলে যান। এসময় তাকেও মারপিট করলে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক  রফিকুল ইসলাম তদন্ত শেষে ২০০৭ সালের ১৭ জুন নয় জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আসামি পে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, একে আজাদ ফিরোজ টিপু এবং রাষ্ট্রপে ছিলেন অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।