bangla news

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন ১৩৩ জন

72 |
আপডেট: ২০১৩-১২-১৪ ২:২৩:৪১ এএম

দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ১৩৩জন প্রার্থী। শনিবার দুপুর পর্যন্ত এই সংখ্যা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। এ সংখ্যা আরও ‍বাড়তে পারে।

ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ১৩৩জন প্রার্থী। শনিবার দুপুর পর্যন্ত এই সংখ্যা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। এ সংখ্যা আরও ‍বাড়তে পারে।

মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় শুক্রবার বিকেল ৫ট‍ার পর থেকেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শুরু করে নির্বাচন কমিশন। যেসব আসনে একজন মাত্র বৈধ প্রার্থী রয়েছেন তাদেরকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে কমিশন।

কমিশন কর্মকর্তারা জানান, সারা দেশ থেকে তথ্য আসছে। তার ভিত্তিতেই চূড়ান্ত হচ্ছে প্রার্থী তালিকা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন এমন ১৩৩ জনের তালিকা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), মহাজোটের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ হ ম মোস্তফা কামাল, জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, ডেপুটি স্পিকার শওকত আলী, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, নুর-ই-আলম চৌধুরী লিটন, আফম বাহাউদ্দীন (নাছিম), প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, কাজী কেরামত আলী, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দীন আহমেদ রাজু, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মহাজোটের সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, নির্বাচনকালীন সরকারের দায়িত্ব নেওয়া প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, আবুল হাসনাত আব্দুল্লাহ, শেখ হেলাল উদ্দীন, শেখ আফিল উদ্দীন, মোহাম্মদ নাসিম, এনামুল হক, মহাজোট সরকারের শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, এইচ এন আশিকুর রহমান, নসরু হামিদ বিপু, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ফজলে নূর তাপস, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাভারের ডা. এনামুর রহমান, বেঙ্গল গ্রুপ ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম। জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু।

বাংলাদেশ সময় ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2013-12-14 02:23:41