ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় নির্বাচনী গোলযোগের অপরাধে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

ছোটন সাহা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

ভোলা: ভোলার লালমোহন পৌরনির্বাচনে গোলযোগ সৃষ্টির অপরাধে মহসিন হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আকবর হোসেন এ কারাদণ্ডের আদেশ দেন।



ঘটনা বিষয়ে ম্যাজিস্ট্রেট আকবর হোসেন বাংলানিউজকে জানান, ‘লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ডে বহিরাগত মহসিন নির্বাচনী এলাকায় গোলযোগ সৃষ্টি করলে সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে। গোলযোগের অভিযোগে পৌরনির্বাচন আইনের ১১/গ-৮ ধারায় তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ’

তিনি আরো জানান, ‘দণ্ড পাওয়া মহসিন পৌর এলাকার বাসিন্দা নন। তার বাড়ি লালমোহন উপজেলার চায়চাদ ইউনিয়নে। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।