ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় স্ত্রীর পক্ষে প্রচারে নামায় পৌর কর কর্মকর্তা সাসপেন্ড

ছোটন সাহা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

ভোলা: ভোলায় স্ত্রীর পক্ষে প্রচারে নামার অভিযোগে সরকারি কর্মকর্তা স্বামীকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বুধবার ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকে নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা চলাকালে  তিনি এ নির্দেশ দেন।



নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময়কালে সংরতি মহিলা কাউন্সিলর প্রার্থী রেহানা ফেরদৌস অভিযোগ করেন, ভোলা পৌরসভার কর পরিদর্শক মো. আজিজুল ইসলাম তার স্ত্রী সেতারা বেগমের পে প্রকাশ্যে নির্বাচনী প্রচার কাজ চালাচ্ছেন।

এ অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনার তাৎণিক আজিজুল ইসলামকে সাসপেন্ড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলামকে নির্দেশ  দেন।

জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বাংলানিউজের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়রি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।