ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শীতে কাঁপছে বাংলাদেশ, শ্রীমঙ্গল ও রাজশাহীতে চলছে শৈত্য প্রবাহ

সাইদ আরমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১
শীতে কাঁপছে বাংলাদেশ, শ্রীমঙ্গল ও রাজশাহীতে চলছে শৈত্য প্রবাহ

ঢাকা: শীতে কাঁপছে বাংলাদেশ। রাজধানীসহ সারাদেশে শীতের তীব্রতা বাড়ছেই।

মঙ্গলবার সারাদেশেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম রেকর্ড করা হয়।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে চলছে তীব্র শৈত্য প্রবাহ। এছাড়া ঢাকাসহ কিছু কিছু অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ও মৃদু শৈত্য প্রবাহ।

শীতের এই তীব্রতা আরো কয়েক দিন থাকবে। কুয়াশা কেটে গেলেও জেঁকে বসতে পারে শৈত্যপ্রবাহ, বলছে আবহাওয়া বিভাগ।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলিসিয়াস। বাতাসের আর্দ্রতা ৫৪ শতাংশ।

তবে এর আগে সোমবার রাজশাহীতে সর্বনি¤œ তাপমাত্রা ছিলো ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আয়েশা খানম বাংলানিউজকে বলেন, গত তিন চার দিন ধরে শ্রীমঙ্গল ছাড়াও সৈয়দপুর, কুষ্টিয়াসহ গোটা উত্তারাঞ্চলে তীব্র শৈত্য (তাপমাত্রা ৪ ডিগ্রী থেকে ৬ ডিগ্রি) প্রবাহ চলছে। এসব এলাকা কুয়াশা আছন্ন হয়ে আছে।

শীতের এই তীব্রতা আরো দু তিন দিন অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি জানান, বর্তমান শৈত্য প্রবাহ চলে গেলেও এমাসেই আবার এসব অঞ্চলে তীব্র শৈত্য প্রবাহ বা মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাবার আশংকা রয়েছে।

আমাদের কুষ্টিয়া প্রতিনিধি শরীফ বিশ্বাস জানান, তীব্র শৈত্য প্রবাহের কারণে মানুষজন ঘর থেকে বের হতে পারছে না। দুপুরের আগ পর্যন্ত সেখানে সূর্যের মুখ দেখা যায়নি। দুপুরের পর সূর্য ওঠলেও কুয়াশা কাটেনি।  

মঙ্গলবার রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল, সাতক্ষীরা, কুমিল্লা এবং চাদপুরে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যায়।

ঢাকায় মৃদু শৈত্য প্রবাহ চলছে। মঙ্গলবার সর্বনি¤œ তাপমাত্র রেকর্ড করা হয় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, দিনের চেয়ে রাতের তাপমাত্রা আরো কমে যায়। ফলে রাতের বেলা শীতের তীব্রতা বাড়ে। তাপমাত্রার এই অস্বাভাবিক ওঠা নামার কারণে শীতও বেশি অনুভূত হয়।

রাজধানীতে বেশি শীত অনুভূত হওয়ার আরেক কারণ হিসেবে বাতাসের বেগ বেশি থাকার কথা বললেন আবহাওয়াবিদ আয়েশা খানম।

উত্তর-পূর্বদিক থেকে মৌসুমী বায়ুপ্রবাহ শুরু হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে বলেও জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, জানুয়ারি মাসে দুই বা ততোধিক তীব্র ও মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভবনা রয়ে গেছে। এর মধ্যে ১ থেকে ২ টি তীব্র শৈত্য প্রবাহ এবং ২ থেকে ৩ টি মাঝারি এবং মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

জানুয়ারি মাসে দেশের গড় তাপমাত্রা ১২ ডিগ্রীর কাছাকাছি থাকার কথা থাকলেও বেশির ভাগ সময় তা ২ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নীচে থাকবে বলেই ধারনা করছেন আবহাওয়া বিশ্লেষকরা।

আয়েশা খানম বলেন, এর মধ্যে বৃষ্টিপাত হলে শীতের তীব্রতা আরো বেড়ে যাবে।

তবে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই বলেই জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১১।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।