ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রিমান্ড শেষে কারাগারে অধ্যাপক মাওলা

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

ঢাকা: নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর-এর প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক অধ্যাপক ড. সৈয়দ গোলাম মাওলাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিন দিনের রিমান্ড শেষে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের জঙ্গি ও সন্ত্রাস দমন শাখার পরিদর্শক মো. নুরুল আমিন তাকে আদালতে হাজির করেন।


 
আদালতে অধ্যাপক মাওলার জামিনের আবেদন জানান অ্যাডভোকেট মোস্তফা আহমেদ মুরাদ। বিশেষ পিপি অ্যাডভোকেট কামরুল হাসান খান আসলাম জামিনের বিরোধিতা করেন।

আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠিয়ে দেন।
 
উত্তরা থানায় দায়ের করা মামলায় হিযবুত তাহরীর-এর প্রধান সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক অধ্যাপক মহিউদ্দিনকে গত ১৯ মার্চ গ্রেপ্তার করা হয়। অপর আসামি সংগঠনের যুগ্ম সমন্বয়কারী কাজী মোরশেদুল হক প্লাবনকে ২১ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ।
 
ড. সৈয়দ গোলাম মাওলাকে মহানগর গোয়েন্দা পুলিশ ৮ জুলাই রাজধানীর কাঁটাবন এলাকা থেকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময় ১৯৩১ ঘণ্টা, জুলাই ১২, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।