ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতিয়ায় জলদস্যুদের হামলায় ৬ জেলে আহত

হাতিয়া প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

হাতিয়া (নোয়াখালী): জলদস্যুদের হামলায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ছয় জেলে আহত হয়েছেন। এ সময় ৫০ হাজার টাকার মাছ ও ১০ হাজার মিটার জাল লুট করে নিয়ে জলদস্যুরা।



আহত ট্রলারমালিক সেলিম মাঝি জানান, মঙ্গলবার ভোরে উপজেলার চরঙ্গো গ্রামের সেলিম মাঝি তার মাছ ধরার নৌকা নিয়ে জাহাজমারা সংলগ্ন মেঘনায় মাছ ধরতে গেলে জলদস্যু মুন্সিয়া চোরার সদস্যরা নৌকায় হামলা চালায়। এতে ছয় জেলে আহত হন।

অহতরা হলেন সেলিম মাঝি (৫০), তার ছেলে বাকের উদ্দিন (৪৫), আবুল কাশেম (২৫), ওমর ফারুক (৩৫), আশরাফ উদ্দিন (২৭) ও সারোয়ার হোসেন (২৭)।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।