ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফেনীর ফাজিলপুর রেল স্টেশনে শিবিরের অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৭, ডিসেম্বর ১৩, ২০১৩
ফেনীর ফাজিলপুর রেল স্টেশনে শিবিরের অগ্নিসংযোগ

ফেনী: কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী সদরের ফাজিলপুর রেলে স্টেশনে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করেছে শিবির কর্মীরা।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় রেল স্টেশনের অফিসরুমের প্যানেল বোর্ড, টেলিফোন লাইন ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণরূপে পুড়ে যায়।

ফাজিলপুর রেল স্টেশনের পরিদর্শক মাসুম আলী খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিবির হঠাৎ করে অতির্কিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশ সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টা ০১ মিনিটে মানবতাবিরাধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।