ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে গ্রিলবিহীন অটোরিক্সার বিরুদ্ধে অভিযান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীতে সোমবার থেকে গ্রিলবিহীন অটোরিক্সার (সিএনজি) বিরুদ্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও ট্রাফিক বিভাগ। মূলত সিএনজি অটোরিক্সার মাধ্যমে ছিনতাই বন্ধ ও তা চুরি প্রতিরোধে এ অভিযান বলে জানিয়েছে সিএমপি সূত্র।



উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘সোমবার সকালে নগরীর ২২ পয়েন্টে অভিযান শুরু হয়। বিকেল পর্যন্ত প্রায় দেড়শ’ গ্রিলবিহীন অটোরিক্সার  বিরুদ্ধে মামলা করা হয়। জরিমানা করা হয় এক হাজার ৪০০ টাকা। ’

ট্রাফিক বিভাগ জানায়, গ্রীল লাগানোর জন্য সিএনজি অটোরিক্সা চালক ও মালিকদের এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছিলো। ১০ জুলাই ওই সময় শেষ হওয়ার পর সোমবার অভিযান শুরু হয়েছে।
 
ট্রাফিক বিভাগ আরও জানায়, বর্তমানে চট্টগ্রামে ১৩ হাজার সিএনজি অটোরিক্সার নিবন্ধন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।