ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় ৪ শ্রমিক অগ্নিদ্ধগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামে সীতাকুণ্ডে পুরনো জাহাজ কাটার সময়  তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে চার জন শ্রমিক অগ্নিদ্বগ্ধ হয়েছেন। এরা হলেন আব্দুল আলিম (১৮) কফিল (২০), রিটন (২০) ও কামাল ওরফে দেলোয়ার (৩০)।



আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারো আউলিয়ার পাক্কা মসজিদ এলাকায় সুলতান শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুমিরা ও আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে তিনটায় আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, গ্যাস কাটার দিয়ে শ্রমিকরা জাহাজ কাটার সময় তেলের ট্যাঙ্কার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুনে শ্রমিকদের হাত ও পা পুড়ে গেছে।

তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী গ্যাসমুক্ত না করে তেলের ট্যাঙ্কার কাটায় দুর্ঘটনা ঘটেছে’।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।