ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বনানীর ডোবা থেকে উদ্ধার দুই লাশের পরিচয় মিলেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

ঢাকা: রোববার রাজধানীর বনানী এলাকার একটি ডোবা থেকে উদ্ধার করা দু’ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাদের একজন হচ্ছেন ট্রাক চালক নূরুল ইসলাম হিরু (৩০) ও একই ট্রাকের হেলপার ইমামুল হক মিঠু (২৬)।



হিরুর পিতার নাম ফকরুল আলম ও মিঠুর পিতার নাম হুতোম আলী মণ্ডল। দুজনেরই বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহিষউজানি গ্রামে।

পুলিশ জানায়, গণমাধ্যমে দুটি লাশ উদ্ধারের খবর দেখে পরিবারের সদস্যরা সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে ওই দুই জনের মৃতদেহ শনাক্ত করেন।  

আত্মীয়-স্বজনের উদ্বৃতি দিয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, ‘গত ২ জানুয়ারি রাতে নওগাঁ থেকে ট্রাক (ঢাকা ঠ-১৪-১০৬৮) বোঝাই চাল নিয়ে চালক নূরুল ইসলাম হিরু ও হেলপার ইমামুল হক মিঠু ঢাকার উদ্দেশে রওনা দেন। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ওই চাল পৌঁছানোর কথা ছিল। কিন্তু পথিমধ্যে কোথাও দুর্বৃত্তরা চালক ও হেলপারকে হত্যা করে বনানীর ডোবায় লাশ ফেলে ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায়। ’

গুলশান থানা সূত্র জানায়, ওই ঘটনার দু’দিন পর ৪ জানুয়ারি র‌্যাব সদস্যরা গাজীপুরের ভাওয়াল গড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করলেও চালক-হেলপারদের সন্ধান পাওয়া যাচ্ছিল না।

হত্যার শিকার ট্রাক চালক নূরুল ইসলাম হিরুর ভাই সূরুজ আহমেদ সোমবার বিকেলে বাংলানিউজকে বলেন, ‘২ জানুয়ারি ট্রাক নিয়ে ঢাকার পথে রওনা দেওয়ার পর থেকে আর তাদের খোঁজ পাওয়া যায়নি। মোবাইল ফোনগুলোও বন্ধ ছিল। ’

তিনি জানান, নূরুল ইসলাম হিরু দুই মেয়ের বাবা। তার মেয়েদের নাম হীরা মনি (৭) ও রিয়া মনি (৪)। স্ত্রীর নাম শাহিনা বেগম।

নিহত ট্রাক হেলপার ইমামুল হক মিঠু’র স্ত্রী কাজলী বেগম (২২) ও বোন আসমা আক্তার (২৮) ঢাকা মেডিকেল কলেজ মর্গে পৌঁছে তার লাশ শনাক্ত করেন। মিঠু’র এক মেয়ে রয়েছে, তার নাম মিম (২)।

ময়না তদন্ত শেষে সোমবার বিকেলে হিরু ও মিঠু’র মৃতদেহ তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা মৃতদেহ নিয়ে সন্ধ্যার পর নওগাঁর গ্রামের দিকে রওনা দিয়েছেন বলে ট্রাক হেলপার মিঠুর বোন আসমা আক্তার বাংলানিউজকে জানিয়েছেন।

উল্লেখ্য, গত রোববার দুপুরে গুলশান থানা পুলিশ বনানীর ডোবার পানি থেকে দুই ব্যক্তির হাত-পা বাধা, জখমযুক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। প্রথমদিকে তাদের নাম-পরিচয় কিছুই জানা যায়নি।

চালক-হেলপারকে হত্যা করে চাল বোঝাই ট্রাক ছিনিয়ে নেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

গুলশান মডেল থানার ওসি জানান, কোথায় এবং কারা ঘটনাটি ঘটিয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো কু পাওয়া যায়নি।

বাংলাদেশ সময় : ১৯২৮ ঘন্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।