ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গুজবের জের: গাজীপুরে পোশাক কারখানার কর্মকর্তারা অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

গাজীপুর: শ্রমিক ছাঁটাইয়ের গুজবে সোমবার গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরার চালা এলাকায় ক্রিস্টাল সোয়েটার কারখানায় শ্রমিকরা গেটে তালা লাগিয়ে ভিতরে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেছেন। এসময় কারখানার কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।



শ্রীপুর থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, শ্রমিক ছাঁটাইয়ের গুজবে সকাল ১০টা থেকে দুই হাজারের বেশি শ্রমিক কারখানার ভেতর থেকে গেটে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ধর্মঘট শুরু করেন। কারখানার কর্মকর্তারা এসময় অবরুদ্ধ হয়ে পড়েন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বিকেল সাড়ে ৪টার দিকে তারা গেটের তালা খুলে দেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।