ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে ৩টি ইটভাটার ৫ লাখ টাকা জরিমানা

জাহিদুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

ঢাকা: ইটভাটায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে পরিবেশের তিসাধনের অভিযোগে যশোরের অভয়নগরের ৩টি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে ভাটাগুলোতে অবৈধভাবে মজুদ রাখা বিভিন্ন ধরনের ৪৭ মেট্রিক টন কাঠ জব্দ করা হয়েছে।



পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে চাউলিয়া-রূপদিয়া এলাকার মেসার্স বস ব্রিকস, রামনগর এলাকার মেসার্স গ্রিন অ্যারো ব্রিকস ও মেসার্স ফাইভ স্টার ব্রিকসে সোমবার দিনভর এ অভিযান চালানো হয়।

মোহাম্মদ মুনীর চৌধুরী বাংলানিউজকে জানান, ইটভাটায় নির্বিচারে কাঠ পোড়ানোর কারণে পরিবেশের তি ছাড়াও উজার হয়ে যাচ্ছে বনাঞ্চল।

তিনি জানান, অভিযান চলাকালে ইটভাটাগুলো এ অপরাধের সঙ্গে যুক্ত প্রমাণিত হওয়ায় তাদের জরিমানা করা হয়েছে।

ইটভাটাগুলো থেকে জব্দ করা কাঠগুলো নিলামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মোহাম্মদ মুনীর চৌধুরী।

উল্লেখ্য, এ নিয়ে গত এক মাসে যশোর ও ঝালকাঠি জেলার ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে ৯৯ মেট্রিক টন কাঠ জব্দ এবং ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করলো পরিবেশ অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ