ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাভারে সোয়েটার কারখানায় শ্রমিক বিক্ষোভ, কারখানা ছুটি

জাহিদুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

ঢাকা: মজুরি বাড়ানোর দাবিতে সাভারের হেমায়েতপুরে এক সোয়েটার কারখানায় মঙ্গলবার বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গোলমালের আশঙ্কায় কারখানায় একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।



হেমায়েতপুরের বদরুন্নেসা সোয়েটার লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কাজে যোগ দিয়েই শ্রমিকরা সোয়েটারের পিসপ্রতি ৪ টাকা মজুরি বাড়ানোর দাবিতে কর্মবিরতি শুরু করেন।

এ সময় শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে কর্তৃপক্ষ। কিন্তু আলোচনায় কোনও সমঝোতা না হওয়ায় কর্তৃপ কারখানা এক দিনের ছুটি ঘোষণা করে।

এতে শ্রমিকরা বেলা দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কারখানা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।  

সাভার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহবুর রহমান বাংলানিউজকে জানান, সোয়েটারের পিস রেট বাড়ানোর জন্য বেশ ক’দিন ধরেই দাবি জানিয়ে আসছিল শ্রমিকরা।

আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ প্রত্যাহার করে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।