ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে বিডিআর বিদ্রোহের বিচার মঙ্গলবার ৯টা পর্যন্ত মুলতবি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

রাঙামাটি: বিডিআর বিদ্রোহের মামলায় রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৭৪ জওয়ানের বিরুদ্ধে বিচার কার্যক্রম মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

রাাঙামাটি সেক্টর হেড কোয়ার্টারে অবস্থিত বিশেষ আদালত ১৫-এ  সোমবার সকাল ১০টায় থেকে মাঝখানে বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত বিচার কার্যক্রম চলে।



এই মামলায় আদালত মোট ১শ জন সাক্ষীর মধ্যে সোমবার আরো ১০জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন। এ নিয়ে এ মামলায় ৩৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।
 
আদালতে বিচারিক প্যানেলের নেতৃত্বে ছিলেন বিডিআরের চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল জাহেদুর রহমান। অন্য সদস্যরা হলেন লে. কর্নেল সৈয়দ সায়াদিস সাকলাইন, মেজর গোলাম মোস্তফা আল মামুন এবং অ্যাটর্নি জেনারেল প্রতিনিধি অ্যাডভোকেট ইজারুল হক আকন্দ (সাগর)।

মামলার প্রসিকিউটর হিসেবে রয়েছেন মারিশ্যা ৯ ব্যাটালিয়ানের নবাগত অধিনায়ক লে. কর্নেল মনির হাছান। আসামিদের পে ফ্রেন্ড অব দ্য অ্যাকিউজড হিসেবে বিডিআরের কর্মকর্তা মেজর বেনজীর আহম্মদ উপস্থিত ছিলেন।

আদালত গত বছর ৪ মে এ মামলার মুলতবি ঘোষণা করে। এরপর দীর্ঘ ৭ মাস ২৭ দিন বিরতির পর সোমবার এ মামলার শুনানি আবারও শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।