ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় ইভটিজিংয়ের অভিযোগে বখাটের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

গাইবান্ধা: ইভটিজিংয়ের অভিযোগে সোমবার গাইবান্ধায় এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

গাইবান্ধার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোস্তাফিজার রহমান এ আদেশ দেন।



গাইবান্ধার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোস্তাফিজার রহমান বাংলানিউজকে জানান, সোমবার সকাল ১১টার দিকে একই গ্রামের ইতরাজ আলীর মেয়ে রূপারবাজার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী ইয়ামিন বাড়ি থেকে কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায়। এসময় সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া গ্রামের মৃত নুরুন্নবী মিয়ার ছেলে সুমন মিয়া (২৫) তার পথরোধ করে। ইয়ামিনকে হাত ধরে টানাটানি ও শ্লীলতাহানির চেষ্টা চালায় সুমন।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে সুমনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সাড়ে ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালত সুমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
 
সদর থানার ওসি আকবর হোসেন জানান, বিকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।