ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

আচারণবিধি লঙ্ঘনের দায়ে রামগঞ্জে ৪ প্রার্থীর জরিমানা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

রামগঞ্জ (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ কাউন্সিল প্রার্থীর ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ নাছিম আহমেদ আচরণবিধি লঙ্ঘনকারী প্রার্থীদের জরিমানা করেন।



মোঃ নাছিম আহমেদ বাংলানিউজকে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেওয়ালে পোস্টার লাগানোর দায়ে ২ নম্বর কমরদিয়া-বাঁশঘর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ শাহাজাহান পাটোয়ারীর (হরিণ) ১ হাজার টাকা, ৬ নম্বর কাজিরখিল ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মামুনুর রশিদের (হরিণ) ১ হাজার, কলচমা-সাতারপাড়া-কাজিরখিল ওয়ার্ডের সংরতি মহিলা কাউন্সিলর প্রার্থী ছিদ্দিয়া বেগমের (কলস) ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া রঙিন পোস্টার সাঁটানোর অভিযোগে টামটা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রিয়াদ হোসেনের (ফুটবল) ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।