ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইন্দিরা রোডে জোড়া খুন: ক্লু উদ্ধারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

ঢাকা: রাজধানীর ইন্দিরা রোডে মা ও ছেলে খুনের ঘটনায় শেরেবাংলানগর থানায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ক’টি দল মাঠে নেমেছে।



ঘটনার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলানগর থানার উপ-পরিদর্শক আজিমউদ্দিন বাংলানিউজকে জানান, নিহত বেদজিনা রোজারিওর মেয়ে এবং ডি মিল্টন রোজারিওর বোন সেলিন গোমেজ বাদী হয়ে রোববার রাত দেড়টায় থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্তের কাজ জোরালোভাবে শুরু হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ছাড়াও গোয়েন্দা পুলিশ (ডিবি), সিআইডি ও র‌্যাবসহ সবগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে।

খুব শিগগিরই আসামিদের ধরা যাবে বলে বাংলানিউজকে জানান, মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদ।

রোববার দুপুর পৌনে তিনটায় পুলিশ ইন্দিরা রোডের একটি ফ্যাট হতে মা ও ছেলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।