ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেবক হিসাবে জনগণের কাছে থাকতে চাই: রংপুরে প্রধানমন্ত্রী

সাজ্জাদ হোসেন বাপ্পী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১
সেবক হিসাবে জনগণের কাছে থাকতে চাই: রংপুরে প্রধানমন্ত্রী

রংপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শাসক নয়, সেবক হিসাবে জনগণের কাছে থাকতে চাই।

শনিবার বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।



তিনি বলেন, ‘যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পর্যায়ক্রমে পূরণ করে আসছি। জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ করছি। শাসক নয়, সেবক হিসেবে জনগণের কাছে থাকতে চাই। ’

তিনি বলেন, কৃষি প্রধান বাংলাদেশে বর্গাচাষীদের জন্য কৃষি ঋণের ব্যবস্থা আমরাই শুরু করেছি।

এ সময় তিনি বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য ন্যাশনাল সার্ভিস কমিশনের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘বেকার তরুণ-তরুণীদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা আমরাই চালু করেছি। ন্যাশনাল সার্ভিস কমিশন রংপুরেও চালু করা হবে। ’

এ সময় তিনি রংপুর সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন সিটি ও বিভাগীয় উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব কিছু করা হবে বলে আশ্বাস দেন।

সেইসঙ্গে রংপুরে যাতে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা যায় তার ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দেন।

 রংপুরে এখন আর ুধার্ত মানুষের হাহাকার নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে মঙ্গা থাকে না। যখন বিরোধী দল ক্ষমতায় থাকে, তখনও মঙ্গাও থাকে। তারা যখন ক্ষমতায় থাকে, তখন মঙ্গাও শুরু হয়। ’

তিনি বলেন, মহাজোট সরকার প্রতিটি মানুষের জন্য খাদ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা করছে।

প্রধানমন্ত্রী বলেন, কৃষির উৎপাদন বাড়ানোর জন্য নতুন নতুন জাতের ধান উদ্ভাবন করা হচ্ছে। যাতে কৃষকরা আশ্বিন-কার্তিক মাসের আগেই তাদের ধান ঘরে তুলতে পারে। এতে কৃষকের ঘরে অভাব থাকবে না। কর্মসংস্থানের সৃষ্টি হবে।

মহাজোট সরকার কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা চালু করেছে জানিয়ে তিনি বলেন, এর আগে কোনও সরকারই তা পারেনি। এ অ্যাকাউন্টের মাধ্যমে কৃষকরা তাদের ভর্তুকির টাকাসহ অন্যান্য লেনদেনও করতে পারবে।

সরকার বিনা মূল্যে বই বিতরণ শুরু করছে জানিয়ে তিনি বলেন, ‘ডিগ্রি (স্নাতক) পর্যন্ত ছেলেমেয়েদের বিনা বেতনে পড়ানো হবে।


দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহাজোট সরকার দেশে ৩৩টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, যাতে দেশে বিদ্যুতের ঘাটতি না থাকে।

এ সময় তিনি রংপুরবাসীকে আশ্বাস দেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট ও ওপেন হার্ট সার্জারি ইউনিট খোলা হবে।

তবে তিনি গ্যাসের ব্যাপারে রংপুরের মানুষকে আশ্বাস দিতে পারেননি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে গ্যাসের ঘাটতি রয়েছে। পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকলে রংপুরে গ্যাস সরবরাহ করা হবে।

তবে রংপুরে স্টেডিয়াম, স্যুইমিং পুল করা হবে বলে আশ্বাস দেন শেখ হাসিনা।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল মনসুর আহমেদ। সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ইকবালুর রহীম এমপি প্রমুখ।

এরশাদ বলেন, আমাদের পুত্রবধূ আজ দেশের প্রধানমন্ত্রী। এটা আমাদের গর্বের বিষয়। তিনি জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন তাতে করে দেশের জনগণের মহাজোট সম্পর্কে কী উপলব্ধি হয়েছে সেটা জনগণই বলবেন।

রংপুরের জনসভায় মহাজোট আরও শক্তিশালী হয়েছে উলে“খ করে এরশাদ বলেন, ‘মহাজোট ভোটের জন্য নয়, জনগণের প্রতিশ্রুতি রক্ষার জন্য গঠন করা হয়েছে। ’

তিনি গত দু’বছরের মহাজোট সরকারের সাফল্য তুলে ধরতে বলেন, মহাজোট বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে। যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করেছে।

জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী রংপুরে বাংলাদেশ ব্যাংক ভবন, জেলা প্রশাসকের নতুন কার্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের পলক উন্মোচন করেন।  
এর আগে দুপুরে রংপুরের গঙ্গাচরা উপজেলায় সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের মহড়া প্রত্যক্ষ করেন।

সেখানে তিনি বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সব কিছুই করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad