ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের পরিসংখ্যানে বিশ্বাস নেই: স্বরাষ্ট্রসচিব

মুনজের আহমদ চৌধুরী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১

মৌলভীবাজার: আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের পরিসংখ্যানে বিশ্বাস নেই বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান।

তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ যে পরিসংখ্যান দেয়, তাতে আমি বিশ্বাসী নই।

কেবল জনগণ যখন বলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো, তখনই আমরা তা বিশ্বাস করতে পারি। ’

শনিবার দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘একমাত্র হত্যা ছাড়া অপরাধের সব পরিসংখ্যানই গোপন করা যায়। তাই শুধু পরিসংখ্যান দেখে আত্মতৃপ্তি পেয়ে লাভ নেই। ’

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার হারুন অর রশিদ, বিজিডি এর ১৪ রাইফেলস ব্যাটেলিয়নের সিও (কমান্ডিং অফিসার) নুরুল হুদা, সাবেক এমপি আজিজুর রহমান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, মৌলভীবাজার প্রেসকাবের সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।