ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাবিতে মেধা লালন প্রকল্পের রজত জয়ন্তী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১

ঢাকা: দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মেধা লালন প্রকল্পের রজত জয়ন্তী।

এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক ।



ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এ কে এন আহমেদ, হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাসনিম হাসান হাই প্রমুখ।

ড. আআমস আরেফিন সিদ্দিক বলেন, সুশিক্ষিত ব্যক্তি মানেই স্বশিক্ষিত। জাতি হিসেবে আমরা অনেক মেধাবী কিন্তু দারিদ্র্য আমাদের পিছু ছাড়ছে না। আর তাই অনগ্রসর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষিত করতে সমাজের স্বচ্ছল মানুষদের এগিয়ে আসা উচিত।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে মেধা লালন প্রকল্পের সাবেক সদস্যদের উপস্থাপনায় মৌলিক অধিকার, প্রযুক্তি, উন্নয়ন এবং বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ওপর প্রবন্ধ পাঠ করা হয়।

সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad