ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাবির খ ইউনিটের সাক্ষাৎকার চলছে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর খ ইউনিটে ভর্তি পরীায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাতকার চলছে।

শনিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে কলা অনুষদের সভাকক্ষে মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থীদের সাক্ষাতকার শুরু হয়।

প্রথমদিন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ  ১-৪০০ জন শিক্ষার্থীদের সাক্ষাতকার গ্রহণ করা হবে।

আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন ৪০০ শিক্ষার্থীদের সাক্ষাতকার নেওয়া হবে।

কলা অনুষদের ডীন অধ্যাপক ড.সদরুল আমিন বাংলানিউজকে বলেন, প্রথমদিন সাক্ষাতকার দিতে আসা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

আইন, ইংরেজি এবং অর্থনীতি বিভাগ শিক্ষার্থীদের প্রথম পছন্দের তালিকায় আছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।