ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে বাংলানিউজের ইভটিজিংবিরোধী মানববন্ধন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১
কিশোরগঞ্জে বাংলানিউজের ইভটিজিংবিরোধী মানববন্ধন

কিশোরগঞ্জ: ‘মানুষ এখন ইভটিজিং প্রতিরোধের ব্যাপারে অনেক বেশি সচেতন। এ সচেতনতাকে কাজে লাগিয়ে সামাজিকভাবেই ইভটিজিংকে প্রতিরোধ করতে হবে।



শনিবার  কিশোরগঞ্জে  বাংলানিউজের ইচ্ছেঘুড়ি বিভাগের উদ্যোগে ইভটিজিংবিরোধী মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।

‘ইভটিজিং রোধে আমরা সচেতন, আপনি?’ শ্লোগানকে সামনে রেখে ইভটিজিংয়ের বিরুদ্ধে দেশব্যাপী সচেতনতা সৃষ্টির কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ শহরের কালীবাড়ী রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষার্থী, আইনজীবী, মুক্তিযোদ্ধা, সমাজকর্মী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ পুলিশ সুপার মীর রেজাউল আলম ও বিশেষ অতিথি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা  উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আ. লতিফ, অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঞা, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ, কবীর উদ্দিন আহাম্মদ, নারী নেত্রী দীপিকা দাস, অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি, অধ্যাপক সামিউল হক মোল্লা, প্রেসক্লাব সভাপতি কাজী শাহীন খান, সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু, সাংবাদিক নূর মোহাম্মদ, সাইফুল মালেক চৌধুরী, অ্যাড. সাহাদত হোসেন, অ্যাড. লুৎফর রাশিদ রানা, অ্যাড. মারুফ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা ইভটিজারদের প্রতিহত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সবার প্রতি আহবান জানান। তারা ইভটিজিং বিরোধী মানববন্ধনের আয়োজন করায় বাংলানিউজের প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১৩৩০  ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।