ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রংপুরে প্রধানমন্ত্রী, সঙ্গে এরশাদ

সাজ্জাদ হোসেন বাপ্পী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১
রংপুরে প্রধানমন্ত্রী, সঙ্গে এরশাদ

রংপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক দিনের সফরে রংপুরে পৌছেছেন। শনিবার দুপুর ১টা ১০ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি রংপুর পৌঁছান।



প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও আছেন।

সকাল ১১টায় রংপুরে যাওয়ার কথা থাকলেও ঘনকুয়াশার কারণে তার যাত্রা কিছুটা বিলম্বিত হয়।

দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে সেনাবাহিনীর একটি যৌথ মহড়া দেখতে যান।

গঙ্গাচড়ায় এ মহড়া অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী জিএম কাদের, প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, স্থানীয় সাংসদ আশীষ শাহরিয়ার, রংপুর-৬ আসনের সাংসদ আবুল কালাম আজাদ, সাংসদ অ্যাডভোকেট ফজলে রাব্বী প্রমুখ।

প্রধানমন্ত্রী রংপুরে শনিবার ব্যস্ত দিন কাটাবেন। এখানে তিনি বাংলাদেশ ব্যাংক, জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন ছাড়াও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস উদ্বোধন করবেন।

পরে রংপুর জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রধান সড়কগুলোতে নির্মাণ করা হয়েছে তোরণ। তাকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো ব্যানারে ছেয়ে গেছে গোটা নগরী।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রংপুর শহরে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।