ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলানিউজের উদ্যোগে দিনাজপুরে ইভটিজিংবিরোধী মানববন্ধন

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১
বাংলানিউজের উদ্যোগে দিনাজপুরে ইভটিজিংবিরোধী মানববন্ধন

দিনাজপুর: ‘ইভটিজিং একটি সামাজিক ব্যধি। ইভটিজিং বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে।

সচেতনতাই পারে ইভটিজিং রুখতে। তাই ইভটিজিং বন্ধে সকলকে সচেতন হতে হবে। ’
 
শনিবার দিনাজপুরে বাংলানিউজ-ইচ্ছেঘুড়ির উদ্যোগে ইভটিজিংবিরোধী মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।

‘ইভটিজিং রোধে আমরা সচেতন আপনি?’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ইভটিজিংবিরোধী মানববন্ধনে উপস্থিত ছিলেন দিনাজপুর স্বারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শ্যামলী রানী, শিউলী রানী সরকার, শাহনাজ বেগম, দিনাজপুর জুবলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দেশটিভি প্রতিনিধি মমিনুল ইসলাম, দৈনিক জনপদের প্রতিনিধি আবু বকর সিদ্দিক, দৈনিক দিনকালের প্রতিনিধি ইদ্রীস আলী, দৃক নিউজ প্রতিনিধি জিন্নাত হোসেন, প্রিতম কুমার দাসসহ স্কুল কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী।
 
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ছেলে-মেয়েদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করলে তারা কখনোই ইভটিজিংয়ের সঙ্গে জড়িত হবে না। ’

ইভটিজিংয়ে অভিযুক্ত বখাটেদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এদিকে মানববন্ধন উপস্থিত হতে না পেরে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মীর মো. নজরুল ইসলাম বাংলানিউজকে ধন্যবাদ জানিয়ে এক বিবৃতিতে বলেন, ‘সমাজের সকলেই যদি এক হয়ে ইভটিজিং প্রতিরোধ করতে এগিয়ে আসে তাহলে প্রশাসনের পক্ষে ইভটিজিং দূর করতে কোনো সমস্যা হবে না।
 
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।