ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অর্থ আত্মসাতকারী বিআইডব্লিইটিএ’র কর্মকর্তা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১

ঢাকা: বাংলাদেশ আভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ’র (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের মূল হোতা প্রতিষ্ঠানের হিসাব সহকারী আবদুস সালাম খানকে আটক করেছে র‌্যাব-১ এর একটি দল।

র‌্যাব-১ (অপস) কর্মকর্তা মো. আব্দুল বাতেন বাংলানিউজকে জানান, বিআইডব্লিউটিএ’র কোটি টাকা আত্মসাতকারী আব্দুল সালম খানকে র‌্যাব-১ এর একটি দল গতরাতে আটক করেছে।

আটকের পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য গত ২৩ ডিসেম্বর বিভিন্ন সংবাদ মাধ্যমে বিআইডব্লিউটিএ’র টাকা আত্মসাতের ঘটনাটি প্রকাশিত হয়। এর আগে থেকেই আব্দুল সালাম খান পলাতক ছিলেন।

এ ঘটনায় প্রতিষ্ঠানের পাঁচ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং আব্দুল সালাম খানের খোঁজ চেয়ে পত্রিকায় বিজ্ঞাপনও  দেওয়া হয়। অর্থ আত্মসাতের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয় এবং বিষয়টির তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।