ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় অন্ধ সংস্থার মহাসচিবের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানব বন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১
জাতীয় অন্ধ সংস্থার মহাসচিবের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানব বন্ধন

ঢাকা : জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব এম খলিলুর রহমানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।   শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেস কাবের সামনে অন্ধ সংস্থার ব্যানারে এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।



মানব বন্ধনে জাতীয় অন্ধ সংস্থার ভারপ্রাপ্ত মহাসচিব মো. ওমর ফারুক দাদন অভিযোগ করে বলেন, এম খলিলুর রহমানকে যারা হত্যা করেছে তাদের সহযোগীরা এখনও জাতীয় অন্ধ সংস্থার প্রধান কার্যালয় অবৈধ ভাবে দখল করে আছে। এ কর্মসূচি থেকে খুনের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।

এসময় সংস্থার চেয়ারম্যান মো. কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান. মো. হারুনউর রশীদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি রাতে মিরপুরের শাহ্ আলীবাগ জনতা হাউজিং ৩৩ নম্বর বাড়িতে এম খলিলুর রহমানকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

বাংলাদেশ সময় ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ