ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুদ্ধাপরাধী ও ধর্ম ব্যবসায়ীদের ভোট দেবেন না: সুজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে যুদ্ধাপরাধী ও ধর্ম ব্যবসায়ীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নেতারা।

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত মানববন্ধনে তারা এ আহ্বান জানান।



মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ, সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, টিআইবির চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খান, স্থানীয় সরকারের উপদেষ্টা তোফায়েল আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্থানীয় সরকারের প্রতি নজর দিতে হবে। মানুষকে বোঝাতে হবে, দল নয় একজন সৎ ও নিরপেক্ষ ব্যক্তি এলাকার উন্নয়ন করতে পারেন। ’

এ সময় তারা যুদ্ধাপরাধী ও ধর্ম ব্যবসায়ীদের ভোট না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।