ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গৃহবধূকে এসিড নিক্ষেপ, স্বামী-সতীন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১

ঢাকা: রাজধানীর মিরপুরের শাহআলী থানা এলাকায় শনিবার ভোরে স্বামী ও সতীনের ছোড়া এসিডে শাহনাজ (৪৫) নামে এক মহিলার শরীর ঝলসে গেছে। এসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ।



শাহআলী থানা সূত্রে জানা যায়, শনিবার ভোর পাঁচটায় মিরপুরের নতুন সি ব্লকের ২৪ নং সড়কের ২০ নং বাসায় স্বামী শাহেদ আলী ও তার প্রথম স্ত্রী শিউলী বেগম ঘুমন্ত অবস্থায় শাহনাজের শরীর লক্ষ্য করে এসিড ছুড়ে মারে।

এসিড শাহনাজের পায়ের উপর পড়ে।

এসময় শাহনাজের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এসিডে শাহনাজের ডান পা ঝলসে গেছে বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান।

শাহআলী থানার ওসি আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই শাহনাজকে এসিড মারা হয়েছে।

ঘটনার পরপরই স্বামী শাহেদ আলী এবং তার প্রথম স্ত্রী শিউলী বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি আব্দুল লতিফ।

বাংলাদেশ সময় ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।