ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে রাসেল হত্যাকাণ্ডের প্রতিবাদে সহপাঠীদের ক্লাস বর্জন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১

মাদারীপুর: মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের শেষ বর্ষের ছাত্র সালাউদ্দিন আহমেদ রাসেল হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার কলেজে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

সরকারি নাজিমউদ্দিন কলেজের ছাত্রছাত্রী সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল জানান, গত ২ জানুয়ারি দিবাগত রাতে শরীয়তপুর জেলার রুদ্রকর এলাকায় সন্ত্রাসীরা রাসেলকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে।



তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনীদের বিচারের দাবিতে কলেজের সব বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। ’

কলেজের অধ্য দানেশ মিয়া বলেন, ‘রাসেল কলেজের একজন মেধাবী ছাত্র ছিল। আমরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও খুনীদের শাস্তির দাবি জানাচ্ছি। ’

তিনি আরও বলেন, ‘ক্লাস বর্জনের বিষয়টি শিক্ষার্থীদের ইচ্ছায় হচ্ছে। আমরা কলেজ খোলাই রেখেছি। ’

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad