ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার দৌলতপুরে শনিবার সকালে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও একজন আহত হয়েছে।

সংঘর্ষে ট্রাক ও কার রাস্তায় পড়ে থাকলে এক ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়।



শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার দারোগা মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, সকাল পৌনে আটটায় ঢাকাগামী প্রাইভেটকারের (ঢাকা গ-১৪-৮৬৩৭) সঙ্গে সিলেটগামী ট্রাকের (ঢাকা মেট্টো ট-১১-৫৪২৫) সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিলেটের দণি সুরমা উপজেলার শেখপাড়া গ্রামের হারুনুর রশিদ (৭২) নামে কারের এক যাত্রী নিহত হন।

আহত চার জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর সিলেটের দণি সুরমা উপজেলার নোয়াপাড়া গ্রামের কার চালক ফারুক মিয়া (৩৫), জালালপুর গ্রামের রেজা মিয়া (৩০) ও কাদিরপুর গ্রামের যতু মিয়া (৬৫) মারা যান।

আহত কাইয়ূমকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ