ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শিশুদের টিকা খাওয়ানো শুরু

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১
শিশুদের টিকা খাওয়ানো শুরু

ঢাকা: ১৯ তম জাতীয় টিকা শুরু হচ্ছে শনিবার সকালে শুরু হয়েছে। সব টিকাদান কেন্দ্র সকাল আটটা থেকে টিকা খাওয়ানো শুরু হয়েছে।

চলবে বিকেল চারটা পর্যন্ত। সারাদেশে দু’রাউন্ডে চলবে এ কার্যক্রম।

শনিবার প্রথম রাউন্ডে এক বছর থেকে ৫ বছরের কম বয়সী দুই কোটি শিশুকে একটি উচ্চ মতাসম্পন্ন ভিটামিন `এ` ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এছাড়া দ্বিতীয় রাউন্ড ১২ ফেব্রুয়ারিতে দুই বছর থেকে ৫ বছরের কমবয়সী এক কোটি ৮০ লাখ শিশুকে একটি করে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে।

জাতীয় টিকা দিবসের মাধ্যমে দুই কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর ল্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ জন্য ছয় লাখ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক কর্মী কাজ করে যাচ্ছে।

সারা দেশে এক লাখ ৩৬ হাজার ৬৮৪টি টিকাদান কেন্দ্রে শিশুদের পোলিও টিকা, ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, সিটি করপোরেশন হাসপাতাল, কমিউনিটি কিনিক ও মেডিকেল কলেজ হাসপাতাল। এ ছাড়া প্রায় ১৫ হাজার ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্র এ কাজে নিয়োজিত থাকবে।

এছাড়া কর্মসূচি শতভাগ সফল করতে সন্ধ্যায় ও রাতে বিশেষ টিকাদানকারী দল কাজ করবে। দিবসের পরেও ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদের টিকা দেওয়ার কাজ করবেন।

শুক্রবার অনাড়ম্বর অনুষ্ঠানে বেলুন উড়িয়ে টিকা দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি কয়েকটি শিশুকে টিকা খাইয়ে দেন।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।