ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাবিতে ছাত্রফ্রন্টের গ্রন্থাগারে তালা দিয়েছে প্রশাসন

ওয়ালিউল্লাহ, জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৃহস্পতিবার নোটিশ ছাড়াই সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখা পরিচালিত ‘রোকন স্মৃতি গ্রন্থাগার’ তালাবদ্ধ করে দিয়েছে জাবি প্রশাসন। এ ঘটনার প্রতিবাদে ছাত্রফ্রন্ট জাবি শাখার নেতা-কর্মীরা তীব্র ােভ প্রকাশ করেছেন।



পরে সংগঠনের নেতাকর্মীরা তালা ভেঙে গ্রন্থাগারে প্রবেশ করেন।
 
এবিষয়ে ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি নাসির উদ্দিন প্রিন্স বাংলানিউজকে জানান, ‘জাবি উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনায় প্রশাসনের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে আমরা মনে করি, এ ধরনের কর্মকাণ্ড প্রশাসনের অগণতান্ত্রিক চরিত্রই প্রকাশ করে। ’

তিনি করে ভেতরে রাখা প্রায় ১৫ হাজার টাকার বই, হারমোনিয়ামসহ বেশ কিছু মূল্যবান নথিপত্র হারিয়ে গেছে বলে দাবি করেছেন।

শুক্রবার থানায় সাধারণ ডাইরি করাসহ শনিবার উপাচার্য বরাবর স্মারকলিপি  পেশ করা হবে বলে তিনি জনান।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরনো এ কটি মেরামতের উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংস্কার কাজের অংশ হিসেবে এ কাজ করা হয়। ’

উল্লেখ্য, ২০১০ সালের ২৭ নভেম্বর শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ধ্বনি’র কে আগুন লাগে। এসময় সংগঠনের সদস্যরা বিােভ মিছিল করতে চাইলে জাবি প্রশাসন সমর্থিত বলে চিহ্নিত মতাসীন ছাত্র সংগঠনের দুই নেতা প্রকাশ্যে সংস্কৃতি-কর্মীদের মিছিল করতে বাধা দেয়। এ ঘটনায় প্রশাসন তদন্ত কমিটি করলেও এখনো তা আলোর মুখ দেখেনি।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।