ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অবশেষে বাংলার গৌরব ও ঊর্মিকে সেনা কল্যাণ সংস্থাকে দেওয়া হচ্ছে

হাজেরা শিউলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১

চট্টগ্রাম: দীর্ঘ এক বছরের বেশি সময় অলস বসিয়ে রাখার পর অবশেষে বাংলার গৌরব ও উর্মি নামের দু’টি কার্গো জাহাজকে সেনাকল্যাণ সংস্থার হাতে তুলে দিচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

চলতি জানুয়ারি মাসেই কার্গো দু’টি সেনাকল্যাণ সংস্থার কাছে ‘বেয়ার বোট চার্টার’-এ যুক্ত হচ্ছে বলে
বিএসসি সূত্রে এ কথা জানা গেছে।



সূত্র আরও জানায়, অলাভজনক হওয়ায় বিএসসি’র পরিচলনা পর্ষদ গত ফেব্রুয়ারি মাসে ২৮ বছরের পুরনো জাহাজ দু’টি বিক্রির নীতিগত সিদ্ধান্ত নেয়।

এরপর জাহাজ দু’টির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নৌ-পরিবহন মন্ত্রণালয় একটি টেকনিক্যাল কমিটি গঠন করে। কিন্তু পরে জাহাজ দু’টি বিক্রি না করে ‘বেয়ার বোট চার্টার’-এ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে গত ৫ ডিসেম্বর এ ব্যাপারে সেনাকল্যাণ সংস্থার একটি সমঝোতা স্মারক (এমইউ) স্বাক্ষর করে বিএসসি কর্তৃপক্ষ।

তবে এর আগে এক বছর কোনও কার্যক্রম না থাকলেও ফিক্সড অপারেটিং কস্ট (এফএসও) বাবদ এ দু’টি জাহাজের পেছনে দৈনিক চার হাজার ডলার করে গুনতে হয় বিএসসিকে। এতে গত এক বছরে প্রায় ১১ কোটি টাকা লোকসান হয়।

উল্লেখ্য, এই প্রথমবারের মতো বিএসসি’র কোনও জাহাজ ‘বেয়ার বোট চার্টার’-এ দেওয়া হচ্ছে।

চুক্তি অনুযায়ী বিএসসি’কে কোনও খরচ বহন করতে হবে না। বরং দৈনিক এক হাজার ডলার করে মাসে বিএসসিকে ৩০ হাজার ডলার লাভ দিবে বাংলাদেশ সেনাকল্যাণ সংস্থা।

বর্তমানে বিএসসি’র বাকি ১১ টি জাহাজ ‘টাইম চার্টার’ ও ভয়েজ চার্টারে চলে।

এ ব্যাপারে বিএসসি’র মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত) আবু হেলাল সিদ্দিক বাংলানিউজকে বলেন, ‘জাহাজ দু’টি বসে থাকলে এফএসও বাবদ আমরা ন্যূনতম ব্যয় করেছি। ’

 সেই ন্যূনতম ব্যয়টাও দৈনিক চার হাজার ডলার বলে দাবি করেন তিনি।
 
আবু হেলাল বলেন, ‘আগামী ১৫-২০ দিনের মধ্যে জাহাজ দু’টির সার্ভে ও প্রয়োজনীয় মেরামত শেষে সেনাকল্যাণ সংস্থার কাছে হস্তান্তর করা হবে। ’

মেরামত বাবদ সব ব্যয় সেনা কল্যাণ সংস্থা বহন করবে বলে তিনি জানান।
 
সূত্র জানায়, সেনাকল্যাণ সংস্থা এ দু’টি জাহাজে তাদের বিভিন্ন ফ্যাক্টরির পণ্য ও মালামাল পরিবহন করবে।

বিএসসি’র আরও দু’টি কার্গো জাহাজ সেনাকল্যাণ সংস্থা টাইম  চার্টারে (নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নেওয়া) চালাচ্ছে।
 
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ