ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

১৯৭৫ সালের পর মানবতা হারিয়ে গেছে: ড. মিজানুর রহমান

মোস্তাফিজুর রহমান উজ্জল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১

সাতক্ষীরা: জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেছেন, ‘১৯৭৫ সালের পর আমাদের মানবতা হারিয়ে গেছে। আমাদের সেই স্বপ্নের বাংলাদেশকে আবার ফিরিয়ে আনতে হবে।



মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জে বেসরকারি সংস্থা সুশীলনের বার্ষিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ গরীবের নয়, ধনীদের। যে ল্য ও উদ্দেশ্য নিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল তা থেকে আমরা অনেক দূরে চলে গেছি।

সমতা, ন্যায়বিচার ও মানব মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকারনামায় সারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষ নতুন বছরে মানবাধিকার পরিস্থিতির আরও উন্নতি দেখতে চায়। ’

এ প্রসঙ্গে বিচার বহির্ভূত তিনটি  হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে ড. মিজানুর রহমান বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা তদন্ত করে পুলিশকে দায়ী করেছে। এতে প্রমাণ হয় যে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। ’

সুশীলন সভাপতি অধ্যাপক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সাতীরা জেলা প্রশাসক আবদুস সামাদ, সুশীলন পরিচালক মোস্তফা নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আবদুল বারী, অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, অধ্যাপক আবু নসর প্রমুখ।

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ লাখ টাকা খরচের বিধান রাখার সমালোচনা করে তিনি বলেন, ‘এটি দেশের প্রতি এক ধরনের প্রহসন। ’

দেশে এখনও সামাজিক ও রাজনৈতিক মানবাধিকার প্রতিষ্ঠা লাভ করেনি বলেও মন্তব্য করেন তিনি।

সাতীরার আইলা উপদ্রুত এলাকার মানুষের দুর্ভোগ এখনও কমেনি উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের খাদ্য ও আবাসন নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে এখনই ব্যবস্থা নিতে হবে। ’

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।