ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১

গাজীপুর: র‌্যাব সদস্যরা মঙ্গলবার বিকেলে গাজীপুরে মাদকসহ দু’ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর সদর উপজেলার গজারিয়া পাড়া গনেশ বর্মন ( ৫০) ও শীতল বর্মন (৩০)।



র‌্যাব-১ এর  সহকারী পরিচালক মিলু মিয়া বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে  কাউলতিয়া ইউনিয়নের গাজারিয়া পাড়া এলাকায় গনেশ বর্মনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে  ১০০ লিটার চোলাই মদ এবং ৪০০ লিটার জাওয়া (মদ তৈরির উপকরণ) উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তারী কাদরী  মদ তৈরি ও বিক্রির অপরাধে গনেশ বর্মন ও শীতল বর্মনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।