ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে বখাটের ছরিকাঘাতে ছাত্রী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১

ঢাকা: রাজধানীর গেণ্ডারিয়ার ফরিদাবাদে মঙ্গলবার দুপুরে বখাটের ছুরিকাঘাতে এক কলেজছাত্রী (২২) আহত হয়েছেন।

গুরুতর অবস্থায় তাকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে ওই ছাত্রী কর্মস্থল থেকে তার বাবার সঙ্গে রিকশায় ফরিদাবাদ ব্যাংক কলোনির বাসায় ফিরছিলেন। বখাটে জামিল আহমেদ ফরিদাবাদ ফজলুল হক কলেজের সামনে তাদের রিকশার গতিরোধ করে বাবার সামনেই ওই ছাত্রীর মখেমণ্ডলে ছুরিকাঘাত করেন।

এ সময় ছাত্রীর বাবার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে জামিল পালিয়ে যায়।

গেন্ডারিয়া থানার ওসি ফারুক আহমেদ বাংলানিউজকে জানান, দেড় বছর ধরে জামিল ওই ছাত্রীকে প্রেম নিবেদন করে আসছিল। কিন্তু ছাত্রীটি এ প্রস্তাব প্রত্যাখ্যান করায় জামিল প্তি হয়ে ওঠেন।

ওই ছাত্রী পুরান ঢাকার কবি নজরুল কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি বেসরকারি ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের টেলিফোন অপারেটর হিসেবে চাকরি করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।