ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মঞ্চে প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩
মঞ্চে প্রধানমন্ত্রী

গাজীপুর: গাজীপুরে জনসভা মঞ্চে উঠেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুর ৩টা ১৪ মিনিটে মঞ্চে ওঠেন তিনি।



দুপুর ২টা ৫২ মিনিটে হেলিকপ্টারযোগে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের হেলিপ্যাড থেকে সড়কপথে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠের জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই মঞ্চে বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতারা। দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন। নানা রঙের ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনসহ বাদকদলের তালে তালে নেতা-কর্মীরা আসছেন এখনো।

এর আগে প্রধানমন্ত্রীর নির্বিঘ্নে আগমনের জন্য হেলিপ্যাডের স্থান থেকে জনসভাস্থল পর্যন্ত গাজীপুর-কালিয়াকৈর সড়কটি বন্ধ করে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ককে পথে পথে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে।

সরকারি সূত্র মতে, জনসভায় বক্তব্য রাখার পরে ডিজিটাল পদ্ধতিতে প্রধানমন্ত্রী এক সঙ্গে ৪ হাজার কোটি টাকার ২১টি প্রকল্প উদ্বোধন করবেন।

প্রকল্পগুলো হলো

১. বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক উদ্বোধন

২. জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ

৩. নবীনগর-ডিইপিজেড-চন্দ্রা সড়ক  চার লেনে উন্নীতকরণ

৪. গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর বিমানবন্দর)

৫. দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতি সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্নির্মাণ প্রকল্প উদ্বোধন

৬. শ্রীপুর ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন

৭. সম্প্রসারিত শ্রীপুর উপজেলা ভবন উদ্বোধন

৮. গাজীপুর ৪২ মে. ও. ডুয়েল ফুয়েল পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন

৯. ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠের সংস্কার/সৌন্দর্যবর্ধন

১০. টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম উদ্বোধন

১১. ৪০ কিলোমিটার গার্ডার ব্রিজসহ লতিফপুর-জিসি সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন

১২. হবুয়ার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণিকক্ষের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ

১৩. শ্রীফলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণিকক্ষ ঊর্ধ্বমুখী সম্প্রসারণ

১৪. টঙ্গী ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল উদ্বোধন

১৫. বরামা-সিংহশ্রী সড়কের শীতলক্ষ্যা নদীর উপর ৩১৫ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণ প্রকল্প উদ্বোধন

১৬. ঢাকা মাস ৠাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় নির্মিত এমআরটি লাইন-৬ এর ভিত্তিপ্রস্তর স্থাপন
 
১৭. ১৫০ মে. ও. ডুয়েল ফুয়েল প্ল্যান্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন

১৮. গাজীপুর ৫০ শয্যার জেনারেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯. ট্রমা সেন্টার মেঘডুবি পূবাইল গাজীপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন

২০. নার্সিং ইনস্টিটিউট ছোট দেওড়া গাজীপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন

২১. উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জনসভার নিরাপত্তা নিয়ে গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন পিপিএম বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩
আরএ/কেএইচকিউ/এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।