ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১
আশুলিয়ায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ঢাকা: ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইলে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং কমপে ৩০ জন আহত হয়েছে।

শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে আশুলিয়া থানার বাইশমাইলের অদূরে নিরিবিলির সামনে এ দুর্ঘটনা ঘটে।



আশুলিয়া থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে (ঢাকা মেট্রো-ব-১১-৮৬৬) বিপরীত দিক থেকে আসা ধামরাইগামী অপর একটি বাসের (টাঙ্গাইল ভ -২৯৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ঈগল পরিবহনের চালক আসাদ (৩০)। আহত হন ৩০ জন যাত্রী।

আহতদের স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালসহ বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল ব্যাহত হয়।

আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ধামরাইগামী বাসটির চালকের অবস্থা গুরুতর। বাস দুটি আটক করা হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।