ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আমাদের গণতন্ত্র আমলাতান্ত্রিক জালে জড়িয়ে অকার্যকর হচ্ছে : বিচারপতি গোলাম রাব্বানী

আবুল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

গাজীপুর: ‘আমাদের গণতন্ত্র ক্রমশঃ আমলাতান্ত্রিক জালে জড়িয়ে অকার্যকর হয়ে পড়ছে। ন্যায় বিচার বাধাগ্রস্থ করতে একজন পিয়নই এখন যথেষ্ট।

সংকট উত্তরণে বঙ্গবন্ধুর রেখে যাওয়া ’৭২-এর সংবিধান বাস্তবায়ন করে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। ’

বৃহস্পতিবার দিনব্যাপী ঘাতক দালাল নির্মূল কমিটির গাজীপুর জেলা প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির জাতীয় কমিটির সভাপতি বিচারপতি গোলাম রব্বানী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার হচ্ছে কেন্দ্রীয় সরকারের মিনি সংস্করণ। জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে। স্থানীয় সরকারের জুরি সিস্টেমের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। এর ফলে অপরাধ কমবে, কমবে মামলা দায়েরের সংখ্যাও যার মাধ্যমে পরস্পরের মধ্যে দায়বদ্ধতা থাকবে। ’

তিনি আরও বলেন,  ‘৭২ এর সংবিধানে বঙ্গবন্ধু গভর্ন্যান্স সিস্টেমের সব সমস্যার সমাধান করে গেছেন। সে সংবিধানের ৫৯, ৬০ অনুচ্ছেদে স্থানীয় সরকার ব্যবস্থার যে কাঠামো রয়েছে তাতে দেশের উন্নয়নের সব রূপরেখা রয়েছে। ’

বিচারপতি বলেন, ‘মুক্তিযুদ্ধের স্বপরে সরকার মতায় এলেই হবে না, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছড়িয়ে দিতে হবে। তা না থাকার কারণেই বর্তমান সরকারের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান হিসেবে একজন রাজাকার নিয়োগ পান, যা পরে ঘাতক দালাল নির্মূল কমিটি আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ায় তাকে প্রত্যাহার করা হয়। ’

ঘাতক দালাল নির্মূল কমিটির গাজীপুরের আহ্বায়ক অধ্যাপক আয়েশ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মাধ্যে বক্তব্য দেন, সংগঠনের জাতীয় নির্বাহী সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির, সম্পাদক কাজী মুকুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বায়েজীদ হোসেন, গাজীপুর আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময় : ২৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।