bangla news

রাষ্ট্রপতির কাছে সম্পদের হিসাব জমা দিলেন প্রধান বিচারপতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-১২-৩০ ৯:৪০:২৭ এএম

প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তার সম্পদের বিবরণী রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে জমা দিয়েছেন।

ঢাকা: প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তার সম্পদের বিবরণী রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে জমা দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম বঙ্গভবনে প্রধান বিচারপতির এ সম্পদের বিবরণী জমা দেন।
 
রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘আমি নিজেই গিয়ে প্রধান বিচারপতির সম্পদের বিবরণী রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছি।

বিবরণীতে কি কি আছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’
 
বাংলাদেশে প্রধান বিচারপতির সম্পদের হিসাব জমা দেওয়ার ঘটনা এটাই প্রথম।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহা বিচারকদের এক অনুষ্ঠানে প্রধান বিচারপতিসহ সুপ্রিমকোর্টের বিচারপতিদের সম্পদের হিসাব দেওয়ার আহবান জানান। এর আগে সাবেক প্রধান বিচারপতি মো. ফজলুল করিমও বলেছিলেন, বিচারপতিদের সম্পদের হিসাব দেওয়া উচিত। তার আমলে নিম্ন আদালতের বিচারকদের কাছে সম্পদের হিসাব চাওয়া হয়েছিল এবং কেউ কেউ তা জমাও দিয়েছিলেন।

বাংলাদেশ সময় ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-12-30 09:40:27