ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩ % : জিপিএ-৫ পেয়েছে ১৫০৮

শরীফ সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

রাজশাহী: চলতি বছর দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩ ভাগ।

বৃহস্পতিবার বেলা দেড়টায় রাজশাহী শিক্ষাবোর্ডের সভাকে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে গত নভেম্বর মাসে সৃজনশীল পদ্ধতিতে ও অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে, ফলাফল ঘোষণা উপলে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী শিাবোর্ডের সচিব অধ্যাপক আব্দুর রৌফ মিয়া জানান, ‘জেএসসি পরীক্ষায় এবার রাজশাহী শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৬ হাজার ৮৪৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ৪৩ হাজার ৭০৩ জন। সব বিষয়ে পাস করেছে ৯০ হাজার ৫৩৯ জন। ’

তিনি বলেন, ‘রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫০৮ জন। এর মধ্যে ছেলেরা ৮৯৭ জন এবং মেয়েরা ৬১১ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ও জিপিএ প্রাপ্তির দিক থেকে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে। এ বোর্ডের অধীন ৩৬টি স্কুল থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। ’

এবিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম.এ হুরাইরা সাংবাদিকদের জানান, ‘পাসের হারে শূন্য বিদ্যালয়গুলোকে চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হবে। সন্তোষজনক উত্তর না পেলে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ’
 
রাজশাহী বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসির প্রকাশিত ফলাফলে এবার শীর্ষে রয়েছে পাবনা ক্যাডেট কলেজ। এখান থেকে ৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ সবচেয়ে বেশি পেয়েছে বগুড়া গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের শিক্ষার্থীরা। এ স্কুল থেকে  ২৭৫ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১১৮ জন।

প্রসঙ্গত, দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীায় রাজশাহী বোর্ডের অধীনে ৮ জেলায় এবার সর্বমোট ১৬১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য ৬৯টি ভিজিলেন্স এবং ৭টি ঝটিকা টিম কাজ করে।

বাংলাদেশ সময় : ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ