ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লা বোর্ডে প্রথম ফেনী গার্লস ক্যাডেট কলেজ

শেখ ফরিদ উদ্দিন আত্তার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কুমিল্লা বোর্ডের মধ্যে ফেনী গার্লস ক্যাডেট কলেজ মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৭ম স্থান ও ফেনী সরকারি পাইলট হাইস্কুল ১৭তম স্থান লাভ করেছে।



ফেনী গাল্স ক্যাডেট কলেজের ৫৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ (এ+) পেয়েছে ৫১ জন। অন্যরা পেয়েছে ‘এ’ বিভাগ। পাশের হার শতভাগ। ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০৪ জন পরীক্ষাথীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। পাশের হার শতভাগ। ফেনী সরকারি পাইলট হাই স্কুল থেকে ২৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। পাশের হার ৯৮ শতাংশ। এছাড়া জেলার অন্যান্য স্কুল তুলনামুলক ভাল ফল করেছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।