ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন

www.educationboardresults.gov.bd

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০
www.educationboardresults.gov.bd

ঢাকা: অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ও সমমানের মাদ্রাসা শিক্ষার্থীদের জুনিয়র দাখিল (জেডিসি) পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রকাশিত হয়েছে। পাওয়া যাচ্ছে www.educationboardresults.gov.bd এই ঠিকানায়।



শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বিকেল ৩টায় মন্ত্রণালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ফল প্রকাশ করেন।  

এর আগে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে ফলের কপি হস্তান্তর করা করেন শিক্ষামন্ত্রী।

প্রার্থীরা নিজ নিজ শিক্ষাবোর্ডের ওয়েরসাইট ও মোবাইল ফোনবার্তার মাধ্যমে ফল জানতে পারছে। এসএমএস করতে হবে ১৬২২২ এই নম্বরে।  

গত ৪ নভেম্বর জেএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২২ নভেম্বর।

এবছর জেএসসি পরীক্ষায় সারা দেশে ১৫ লাখ ৫ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ৩ লাখ ৭৬ হাজার ২৩৪ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৫৬ হাজার ৭৮৯, কুমিল্লা শিক্ষাবোর্ডে ১ লাখ ৫৯ হাজার ৪৮, যশোর বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৫৭ হাজার ২৯৫, চট্টগ্রামে ১ লাখ ৫ হাজার ৬০, বরিশাল বোর্ডে ৭৫ হাজার ৭১০, সিলেট বোর্ডে ৬৯ হাজার ৬২১, দিনাজপুরে ১ লাখ ৩৩ হাজার ৫৩৪ এবং মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৭২ হাজার জন প্রার্থী পরীক্ষায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।