bangla news

বিভিন্ন জেলায় শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে: পূর্বাভাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-১২-২৯ ১০:৫৩:৫২ এএম

রাজশাহী, পাবনা, রংপুর, সীতাকুণ্ড, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া এবং শ্রীমঙ্গল অঞ্চলসমূহে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বৃহস্পতিবারও অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাবাসে বলা হয়েছে।

ঢাকা: রাজশাহী, পাবনা, রংপুর, সীতাকুণ্ড, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া এবং শ্রীমঙ্গল অঞ্চলসমূহে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বৃহস্পতিবারও অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাবাসে বলা হয়েছে।

বুধবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো সীতাকুণ্ডে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২২ মিনিটে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-12-29 10:53:52